
মহান আল্লাহর সৃষ্টির মাঝে মানব শিশু অন্যতম, ফুলের মত পবিত্র শিশুদের পরিচর্চার মাধ্যমে আদর্শ মানুষ রুপে গড়ে তোলার দায়িত্ব শিক্ষক, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের। কিন্তু বর্তমান জাগতিক শিক্ষা ব্যবস্থা গোটা মুসলিম জাতির সন্তানের চরিত্র ও ঈমান ধ্বংস করে দিচ্ছে। আসলে একটি জাতির মাথা উঁচু করে দাড়ানোর পূর্ব শর্ত হচ্ছে জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়া। কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে বর্তমান দ্বিনী শিক্ষা ও জাগতিত শিক্ষা দুটি দু-মেরুতে অবস্থান করছে। ফলে যারা জাগতিক শিক্ষা কেন্দ্র তথা স্কুল কলেজে ভর্তি হচ্ছে তারা যেমন দ্বিনী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে , তেমনি দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসা গুলোতেও অভাব রয়েছে জাগতিক শিক্ষার । তাই সময়ের অনিবার্য দাবি হলো দ্বিনী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয় স্বাধন। তাই ইসলাম ও আধুনিক জ্ঞান সমন্বিত পাঠ্য সূচির মাধ্যমে জাতীয় শিক্ষা নীতির সাথে সামঞ্জস্য রেখে আমাদের সন্তানদের মেধা বিকাশ চারিত্রিক উৎকর্ষ সাধন ও খোলাফায়ে রাশেদিনের নমুনায় মানুষ রুপে গড়ে তোলা সর্বোপরি আল্লাহ পাকের সন্তুষ্টি ও রাসূল (সা:) এর আদর্শ মেনে সত্যিকার মানুষ গড়াই এই প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য। আল্লাহ আমাদের কবুল করুক, আমীন।
প্রধান শিক্ষক
ঢাকা সিটি আইডিয়াল মাদরাসা
হাফেজ মাওলানা মাহাদি হাসান
- Day Shift12:00:00-15:30:00
- Evening Shift04:00:00-06:00:00
- Morning Shift08:00:00-11:15:00
Our Shift
Online Admission
Admission going on
Get admission from complete digital institute
Our institute are ready to serve you.